প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এবং ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেতন কমিশন বিষয়টি নির্ধারণ করবে। তিনি জানান, ‘আমরা আমাদের অবস্থানগুলো ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। সিদ্ধান্তে জড়িত সকলের সঙ্গে আলাপচারিতা হয়েছে, আশা করা যায় এটি বাস্তবায়িত হবে।’
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পরীক্ষা রেখে আন্দোলন করা যুক্তিযুক্ত ছিল না। আমরা তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। শিক্ষকরা পরে বিষয়টি বুঝে আন্দোলন প্রত্যাহার করেছেন। আন্দোলনের কারণে শিক্ষার্থীরা মন খারাপ করলেও তা পুনরায় পরীক্ষা দিয়ে ঠিক করা সম্ভব।’
নতুন বই বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইতিমধ্যেই সব বই আমাদের হাতে এসেছে।’
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা জানান, ‘শিক্ষক হওয়ার আগে একটি কোর্স চালু করা হয়েছে, যা জানুয়ারি থেকে শুরু হবে। যারা শিক্ষায় আগ্রহী এবং শিক্ষক হতে চান, তারা ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) করবেন। এতে তারা পেশাগত দক্ষতা অর্জন করবে এবং শিক্ষকতার মান উন্নত হবে।’
আরডি