এইমাত্র
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
  • প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
  • এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
  • ১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
  • গাজায় মানবিক সংকট চরমে, ঠান্ডায় মারা গেল নবজাতক
  • কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা
  • ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
  • আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

    ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

    নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভেলুমিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

    আহতদের মধ্যে মো. আবুল বাসার ও আশিক ইলাহি নামের ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফেজবুকে লেখা নিয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মী সমর্থকের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি সন্ধ্যার মিমাংসের আশ্বাস দিয়ে তাদের সরিয়ে দেন। এরপর সন্ধ্যায় ভেলুমিয়া বাজারে জামায়াতের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়। এসময় বিএনপির একটি মিছিল এসে জামায়াতের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এছাড়াও জামায়াত সমর্থিত ৪ টি দোকানঘর ভাংচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    এঘটনার পর রাতেই জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসাইন অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জামায়াত সমর্থিত কর্মীদের ৪ টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও হামলায় তাদের ১০ জন আহত হয়েছে বলেও জানান।

    এদিকে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় তাদের দুই জন আহত হয়েছে।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুপক্ষের কেউই কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ, একই দিন সকালে চেয়ারে বসা নিয়ে দৌলতখানে জামায়াতে-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এছাড়াও গেল সোমবার দুপুরে ভোলার চরফ্যাশনে দফায় দফায় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…