এইমাত্র
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
  • প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
  • এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
  • ১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    এলএসডিতে পৌঁছার আগেই কালোবাজারে খাদ্য গুদামের নতুন বস্তা!

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

    এলএসডিতে পৌঁছার আগেই কালোবাজারে খাদ্য গুদামের নতুন বস্তা!

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে খাদ্য গুদামের (এলএসডি) জন্য চলতি আমন মৌসুমে ধান ও চাল সরবরাহের জন্য বরাদ্দকৃত নতুন বস্তা কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি পরবর্তীতে প্রকাশ্যে এলে অনুসন্ধানে নেমে মেলে সত্যতা।

    জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সরবরাহকৃত বস্তা এর আগেও বিভিন্ন সময় খাদ্য গুদামে না এনে কালো বাজারে বিক্রি করে সেই টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ রয়েছে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

    নতুন বস্তা বিক্রির এমন অভিযোগের প্রেক্ষিতে শুরু হয় অনুসন্ধান। দীর্ঘ অনুসন্ধানের পর গত ৪ ডিসেম্বর এলএসডিতে পৌঁছানোর আগে ভিন্ন জায়গায় খাদ্য বিভাগের বস্তা নামানোর অভিযোগের সত্যতা পাওয়া যায়।

    সেদিন বস্তা বহনকারী ট্রাক্টরটিকে খুঁজে পেতে বেশ কয়েকটি জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায় পঞ্চগড় থেকে RM পরিবহণ নামে নীল রঙ্গের একটি ট্রাক্টরে বাঁধাই করা অবস্থায় বস্তাগুলো আনা হয়। ট্রাক্টরটিতে বড় সাইজের সাতহাজার পিস বস্তা ছিল বলে সূত্রটি নিশ্চিত করে।

    প্রাপ্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ৪ ডিসেম্বর বিকাল ৩টা ২৯ মিনিটে সরকারি বস্তা পরিবহণকারী RM পরিবহণ নামের ট্রাক্টরটি করতোয়া সেতুর টোল এলাকা অতিক্রম করে। এরপর ট্রাক্টরটি চৌরাস্তা ও বিজয় চত্বর এলাকা হয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হয়ে পাটোয়ারী পাড়া এলাকার মেসার্স সরকার ফিলিং স্টেশনের পাশে থামে। এরপর সেখানাকার স্থানীয় বস্তা ব্যবসায়ী আব্দুল কাদেরের গোডাউনে বস্তা নামানো হয়। এরপর ৫টা ১৬ মিনিটে বস্তা নামানো শেষে ট্রাক্টরটি নিয়ে চালক পুনরায় একই রাস্তায় ৫ টা ১৮ মিনিটে চৌরাস্তা হয়ে এলএসডির দিকে চলে যায়। ৫টা ২১ মিনিটে ট্রাক্টরটিকে এলএসডিতে প্রবেশ করতে দেখা যায়।

    সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ধারণা কর হচ্ছে, ট্রাক্টরটি পুরাতন বাস স্ট্যাণ্ড অতিক্রম করার সময় তাতে ২৮-৩৪টি গাইড ছিল। কিন্তু ট্রাক্টরটি পুনরায় ফেরৎ আসার পর এলএসডিতে প্রবেশের সময় সেখানে মাত্র ১২টি গাইড দেখা যায়। ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার নতুন বস্তা বাইরে বিক্রি করা হয়েছে।


    বিষয়টি যাচাই করতে খাদ্য গুদামে গিয়ে বস্তা দেখতে চাইলে এলএসডি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আরা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বস্তা দেখানো যাবে না।

    সরকারি বস্তা বাইরে নামানো হলো কেন এমন প্রশ্নে জেসমিন আরা বলেন, এলএসডিতে ঠিকঠাক ভাবে বস্তা এসেছে।

    এই বিষয়ে জানতে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিককে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। পরে পরিচয় জানিয়ে ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া মেলেনি।

    আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: জহিরুল ইসলাম বলেন, আমি জেলা খাদ্য নিয়ন্ত্রককে বলে দিব। তিনি আগের মজুদ, প্রাপ্ত বস্তার হিসাব যাচাই করে আমাকে রিপোর্ট করলে তারপর বলতে পারব।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…