ভোলায় পৃথক ঘটনায় বিল্লাল হোসেন (২) ও তাহসান ইসলাম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও পূর্ব ইলিশা ইউনিয়নে পৃথক ঘটনায় শিশু দু'টির মৃত্যু হয়।
মৃত শিশু বিল্লাল ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবির হোসেনের ছেলে। এবং তাহসান পূর্ব ইলিশা ইউনিয়নের কাজল মিয়ার ছেলে।
শিশু দু'টির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যান শিশু বিল্লাল হোসেন। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়াও একই দিন বেলা ১১ টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নে রাস্তা পার হওয়ার সময় একটি নচিমনের ধাক্কায় গুরুতর আহত হন শিশু তাহসান। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনআই