এইমাত্র
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হিলিতে ম্যাজিকের মত কমেছে পেঁয়াজের দাম

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

    হিলিতে ম্যাজিকের মত কমেছে পেঁয়াজের দাম

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

    একদিনের ব্যবধানে ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলে দিনাজপুরের হিলির খুচরা বাজারে ম্যাজিকের মত কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশি ভাল মানের পেঁয়াজ প্রকারভেদে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকা, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ৩০ টাকা কমে ৭০ এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানির কারনে দেশের বিভিন্ন মোকামে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

    সোমবার (৮ ডিসেম্বর) সকালে হিলির পেঁয়াজের বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।

    হিলির বাজারে পেঁয়াজ কিনতে আসা মাজহারুল ইসলাম মানিক বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারনে হিলির বাজারে কমেছে দাম। এতে করে আমাদের সাধারণ ক্রেতাদের কিছুটা সুবিধা হয়েছে। কারন দুই দিন আগে পেঁয়াজ কিনছিলাম মুড়ি কাটা পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে কিনতে হয়েছিলো কিন্তু আজ সেই মুড়ি কাটা পেঁয়াজ মাত্র ৭০ টাকা কেজি দরে কিনলাম। অপর দিকে দেশি ভাল মানের পেঁয়াজ হিলির বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করার দাবী জানান ক্রেতারা।

    হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, দেশের বিভিন্ন মোকামে দেশি পেঁয়াজের দাম কমেছে। বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজ ৭০ টাকা এবং দেশি ভাল মানের পেঁয়াজ প্রকারভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সাথে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারা কম দামে কিনে কম দামে বিক্রি করছেন। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলে আরো দাম কমে আসবে বলেও জানান এই পেঁয়াজ বিক্রেতা।

    হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত চার জন আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা হলেন, রবেল ইন্টারপ্রাইজ, শাহাজান আলী পাইকার, এমআর টেড্রার্স এবং রকি টেড্রার্স।

    হিলি কাস্টমসের তথ্য মতে, রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ১টি ভারতীয় ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…