মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত চাঁদের হাসি হাসপাতালে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন।
বিভিন্ন অনিয়মের অভিযোগে, অভিযানে চালানো হয়। এ সময় হাসপাতালটির বিভিন্ন সেবা ও নথিপত্র যাচাই করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় (সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য) বিধিনিষেধ অমান্যের অভিযোগে হাসপাতালটিকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন , আমাদের কাছে চাঁদের হাসি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে বেশ কিছু তথ্য ছিল। আমরা এখানে এসে দেখলাম, এখানে ডিউটি ডাক্তার থাকার কথা ছিল, কিন্তু একজনও নেই। অথচ চারজন রোগী ভর্তি আছে, তিনজন আজ রিলিজ নিয়ে চলে গেছেন।
তিনি আরও বলেন, এখানে যে ল্যাব আছে, সেখানে আমরা মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পেয়েছি। এই অপরাধগুলো পাওয়ার কারণে চাঁদের হাসি হাসপাতালকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করেছি। পরবর্তীতে তারা যদি সংশোধন না হন, তাহলে প্রতিষ্ঠানটি একেবারে সিলগালা করে দেওয়া হবে।
এনআই