এইমাত্র
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

    বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

    সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কোন ডাকাত। উদ্ধার হয়নি ব্যবসায়ীর ডাকাতি হওয়া টাকা।

    গত ৮ ডিসেম্বর সোমবার বিকেলে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের পশ্চিমে তাঁত কাপড় প্রসেস মিলের এজেন্ট মজিদুল ইসলাম মোহন ভুইয়ার অফিস (গদি ঘরে) হামলা চালিয়ে ২৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল।

    এসময় মোহন ভুইয়া বাধা দিতে গেলে তাকে গুরুতর আহত করে। সেই সাথে আরো দুই ব্যবসায়ী মোশারফ মিয়া ও রবিন হোসেনকেও আহত করে ডাকাত দল।

    ঘটনার বিবরনে মোহন ভুইয়া ছেলে একরামুল হক বলেন, আমার বাবার ব্যবসায়ীক উন্নতি

    লক্ষ্য করিয়া ডাকাতরা বিভিন্ন সময় ও তারিখে আমার বাবার নিকট অন্যায় ও অবৈধভাবে চাঁদা দাবী করিয়া আসিতেছিল। আমার বাবা চাঁদা দিতে অস্বীকার করিলে ডাকাত দল আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ কাপড় প্রসেস করিতে দিবে না বলিয়া হুমকী প্রদান করে।

    এরই জের ধরে সোমবার বিকলে আমার বাবা প্রসেস মিলে অবস্থান কালে ডাকাতগণ উক্ত প্রসেস মিলে আসিয়া আমার বাবার উপর তাদের হাতে থাকে ধারালো দা, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি সোটা ইত্যাদি দ্বারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ

    করে এবং ক্যাশে ও ব্যাগে থাকা ২৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এসময় পাশের ব্যবসায়ীরা বাধা দিতে আসলে তাদেরও আক্রমন করে ডাকাত দল। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায় পরে আমার বাবা সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সিসি ক্যামেরা দেখে চেনা যায় বেলকুচির শীর্ষ সন্ত্রাসী হোসেন আলী সহ তার ডাকাত দলকে। পরে আমি বাদী হয়ে থানায় মামলা করলে এখনো পুলিশ কোন ডাকাতকে গ্রেফতার করতে পারেনি। সেই সাথে আমাদের ডাকাতি হওয়া কোন টাকাও উদ্ধার করতে পারেনি।

    সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শিমুল তালুকদার বলেন, আমরা তিন জন রোগীকে আহত অবস্থায় পেয়েছি। তাদের সু চিকিৎসা হচ্ছে। আশা কারছি দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।

    অতিরিক্ত পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ন কবির বলেন, বেলকুচি থানায় একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…