কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া ভিড় শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখা দিলে নির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন ফুটবল তারকাকে।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঠের ভেতরে মেসিকে ঘিরে লোকসমাগম অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। এতে গ্যালারিতে থাকা অনেক দর্শক তারকাকে ঠিকভাবে দেখতে পারেননি। এ নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। একপর্যায়ে গ্যালারি থেকে মাঠের দিকে পানিভর্তি বোতল ছোড়ার ঘটনা ঘটে।
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রায় ২০ মিনিটের মাথায় মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি নিরাপত্তা বহরের মাধ্যমে তাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ক্ষুব্ধ দর্শকদের কেউ কেউ মাঠে নেমে পড়েন। ভাঙচুরের চেষ্টা হয় বিভিন্ন স্থাপনায়। ছিঁড়ে ফেলা হয় অনুষ্ঠানের ব্যানার ও পোস্টার। এমনকি গোলপোস্ট ক্ষতিগ্রস্ত করার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।
দর্শকদের একাংশ জানান, উচ্চমূল্যের টিকিট কেটেও তারা কাঙ্ক্ষিতভাবে মেসিকে দেখতে পারেননি। মাঠের মাঝখানে অতিরিক্ত ভিড় থাকায় গ্যালারি থেকে দৃশ্যমানতা ছিল সীমিত।
ঘটনার জেরে অল্প সময়ের মধ্যেই পুরো স্টেডিয়াম এলোমেলো হয়ে পড়ে। গ্যালারি অনেকটাই ফাঁকা হয়ে যায়, আর মাঠে দর্শকের উপস্থিতি বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।
জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে মেসির কলকাতা ছাড়ার সময়সূচিও এগিয়ে আনা হয়। দুপুর ২টার পরিবর্তে তিনি দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শহর ত্যাগ করেন।
আরডি