মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে প্রদর্শিত হয়েছে ‘নৌবাহিনীর যুদ্ধজাহাজ বোনৌজা অদম্য’। যা দেখতে জনসাধারণের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। প্রতিবছরের ন্যায়ে এবছরও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজটি জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসুক জনসাধারণের উপস্থিতি ছিল বেশ। সুশৃঙ্খলভাবে জনসাধারণ বানৌজা অদম্য জাহাজটিতে প্রবেশ করেন।
এই জাহাজে কর্মরত ও দায়িত্বরতরা জাহাজটির বিভিন্ন বিষয় জনসাধারণকে অবগত করেন।
আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ সাধারণ মানুষের জন্য দেখার সুযোগ থাকে না। তাই এই দিনে গুলোতে শিশু, নারী, পুরুষ সব শ্রেণির মানুষ উপস্থিত হন যুদ্ধ জাহাজ দেখার জন্য।
অভিভাবকেরা জানান, শিশুদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে তারা এখানে নিয়ে এসেছেন। জাহাজটি পরিদর্শন করতে পেরে খুশি দর্শনার্থীরা। অপরদিকে জাহাজের কমান্ডার জানান, দেশের নাগরিকদের নৌ বাহিনী সম্পর্কে জানাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এসআর