ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যাঁকে ঘিরে একসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমে এসেছে বলে মনে হচ্ছিল, সেই বাঁহাতি পেসারই এবারের নিলামে হয়ে উঠলেন বড় চমক।
নিলামে বাংলাদেশের এই অভিজ্ঞ পেসারকে দলে নিতে মুখোমুখি লড়াইয়ে নামে একাধিক দল। তবে দরযুদ্ধ আর দীর্ঘ নাটকীয়তার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে নিজের ক্যারিয়ারে এটিই মুস্তাফিজের সর্বোচ্চ মূল্য। যেখানে তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, সেখানে প্রায় পাঁচ গুণ দামে বিক্রি হওয়াই বলে দিচ্ছে, কতটা বদলে গেছে তাঁর অবস্থান।
নিলামের টেবিলে মুস্তাফিজকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। ভিত্তিমূল্যেই প্রথমে তাঁকে নিতে চায় চেন্নাই। কিন্তু দ্রুত পাল্টে যায় পরিস্থিতি। কলকাতা নাইট রাইডার্স দর বাড়াতে শুরু করলে দুদলের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। এক পর্যায়ে দাম পৌঁছে যায় ১০ কোটি রুপির কাছাকাছি। মাঝখানে দিল্লি ক্যাপিটালসও আগ্রহ দেখালেও শেষ হাসি হাসে কেকেআরই।
সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নিলামে তাঁর প্রতি বাড়তি আগ্রহ থাকবে এমন আভাস ছিল আগেই। তবে আইপিএলের সময়সূচির সঙ্গে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ থাকায় কিছুটা অনিশ্চয়তাও ছিল। সেই শঙ্কা ছাপিয়ে শেষ পর্যন্ত নিলামে বড় চমকই উপহার দিলেন মুস্তাফিজ।
নিলামের মূল পর্ব শেষে ‘অ্যাকসিলারেটেড’ রাউন্ডে মুস্তাফিজের নাম উঠলে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। এই রাউন্ডেই দরযুদ্ধ চূড়ান্ত রূপ নেয়। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে এত বেশি দামে বিক্রি হননি।
২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। প্রথম মৌসুমেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন তিনি। সেই আসরে উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রাখেন।
এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন এই বাঁহাতি পেসার। আট মৌসুমে ৬০ ম্যাচে তাঁর শিকার ৬৫ উইকেট।
হায়দরাবাদের পর রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা গেছে মুস্তাফিজকে।
এবার তাঁর নতুন ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। এর আগে কেকেআরের হয়ে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। এবার সেই তালিকায় যুক্ত হলেন মুস্তাফিজুর রহমান।