এইমাত্র
  • ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়
  • পঞ্চগড়ে হোমিও চিকিৎসককে জরিমানা
  • চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ
  • শিবচরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
  • কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার
  • ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
  • বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
  • মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর
  • মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

    বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বৈশ্বিক আসরে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল।

    ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে প্রতিযোগিতার পূর্ণ সূচি প্রকাশ করেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে।

    টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

    এর আগে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বেঙ্গালুরুতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এ কারণে বিশ্বকাপ শুরুর প্রায় দশ দিন আগে অর্থাৎ ২৮ জানুয়ারি ভারত সফরে যাবে দল।

    মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্বকাপের আগে দলকে মানিয়ে নেওয়ার সুযোগ দিতেই এই প্রস্তুতি ম্যাচগুলোর আয়োজন করা হয়েছে।

    এদিকে বিপিএল চলাকালে জাতীয় দলের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স বিভাগের সদস্য শাহরিয়ার নাফীস জানান, গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড পর্যবেক্ষণে একজন ফিজিও সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার ব্যবস্থাও করা হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…