দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনও যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী।
ওসি জানান, সৈয়দপুর থেকে খুলনাকামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুরে স্টেশনে প্রবেশ করছিল। পার্বতীপুর রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে কেন্দ্রীয় লোক কমিটিভ কারখানার সামনে ট্রেনে কাটা পড়েন ওই যুবক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ওসি জুলফিকার আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিকেলে সিআইডির টিম এসে নিহতের পরিচয় উদ্ধার করবে।
এনআই