এইমাত্র
  • ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ
  • জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
  • যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
  • ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
  • ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
  • ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
  • পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো
  • মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
  • কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
  • আজ বৃহস্পতিবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জমির মামলায় হেরে নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

    জমির মামলায় হেরে নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত মামলায় হেরে গিয়ে এক নারীকে দিয়ে ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামে এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে।

    বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন হাসিনা বেগম। এছাড়া এঘটনায় তিনি মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

    সংবাদ সম্মেলনে হাসিনা বেগম বলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া হাবু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন তিনি। গোড়াই ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিল্লাল হোসেন জনপ্রতিনিধি হওয়ার সুবাধে তার সাথে পরিচয়। গত শনিবার ১৩ ডিসেম্বর সোহাগপুর বাজারে গেলে বিল্লাল হোসেন তার হাতে একটি চিরকুট ও ৩ হাজার টাকা দিয়ে বলেন কলিমাজানি ওয়ার্ডের সাবেক মেম্বার হেলাল উদ্দিন, হযরত আলী, সুজন, শরিফ, ফারুক মিয়াকে মিথ্যা ধর্ষণ মামলা দিতে হবে। এরজন্য তাকে মোটা অংকের টাকা দেয়া হবে। তিনি তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবে রাজি না হলেও বিল্লাল চিরকুট ও টাকা রেখে পরে এবিষয়ে কথা বলবেন বলে চলে যান। এরপর পুনরায় বিল্লাল তাকে মিথ্যা ধর্ষণ মামলার বাদী হওয়ার জন্য বললে তিনি আবারও তার প্রস্তাব ফিরিয়ে দেন। এতে বিল্লাল হোসেন তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে এলাকা ছাড়া ও খুন জখমের ভয় দেখায়।

    গোড়াই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার হেলাল উদ্দিন বলেন, বিল্লাল হোসেন অবৈধভাবে এক নিরীহ ব্যক্তির সম্পত্তি দখল করার পায়তারা করছিলেন। এনিয়ে মামলা মোকদ্দমা হলে আমি ওই নিরীহ ব্যক্তিকে সহযোগিতায় করায় বিল্লাল মেম্বার আমার প্রতি ক্ষিপ্ত ছিলেন। আমাকে ফাঁসানোর জন্যই তিনি এমন জঘন্য ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে।

    বিল্লাল হোসেন মুঠোফোনে বলেন, ওই নারী আমাদের এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করেন। তাকে নিষেধ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

    মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…