১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হয়েছেন মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন । ৩ ইঞ্চির শতাধিক পেরেকের ধারালো অংশের উপর শুয়ে শরীর প্রদর্শন করেন তিনি । শরীরের উপর ওঠেন আরো ৭ জন। তার উপর উঠে লাল সবুজের বাংলাদেশের পতাকা প্রদর্শন করেন এক শিশু। যা দেখে দর্শকের চোখে রীতিমতো ধাঁধা লেগে যায় । বিশ্বাস করতে পারেন না এটা মানব, নাকি লৌহ মানব ?
মুহূর্তের মধ্যে নীরব হয়ে যায় পুরো স্টেডিয়াম । কাঠের উপর সোজাসুজি বসানো ৩ ইঞ্চি লম্বা পেরেকের উপর প্রায় ৫/৬ মিনিট শুয়ে এরকম অভিনব কলাকৌশল দেখালেও তার শরীরে কোন পেরে বিদ্ধ হয়নি । এমন তাক লাগানো কসরত দেখে সবাই অবাক হয়ে যান । পেরেকের উপর থেকে নেমে উঠে দাঁড়ালে সাংবাদিকরা ক্যামেরা হাতে ছুটে যান মার্শাল মোহনের দিকে। তিনি ড্রেস খুলে পিঠ দেখান । কিন্তু পিঠে কোন পেরেক বিদ্ধ হয়নি।
দীর্ঘদিন মার্শাল চর্চা ও সাধনা করলে যে অসম্ভবকে সম্ভব করা যায় তা প্রমাণ করেন যশোর স্টেডিয়াম পাড়ায় অবস্থিত মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন । তিনি প্রমাণ করে দেখান কিছু সময়ের জন্য নিজের শরীর প্রতিরোধ গড়ার জন্য শক্ত করা যায় । যাতে শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানো যায় । মার্শাল আর্ট চর্চা করে এটা সম্ভব । মার্শাল শুধু চর্চা করলে হবে না দীর্ঘদিন মার্শাল চর্চা ও সাধনা করতে হবে । চলতি বছর মাহাবুব রহমান মোহন সর্বপ্রথম যশোরের এ গ্রেডের কারাতে কোর্স হিসেবে নির্বাচিত হয়েছেন । একই সঙ্গে তিনি কারাতে ব্ল্যাক বেল্ট চতুর্থ ড্যানে উত্তীর্ণ হয়েছেন।
গত ১০ ও ১১ অক্টোবর কক্সবাজারে আয়োজিত দুই দিনব্যাপী কারাতে সেমিনার ও কোচেস গ্রেডিংয়ে, যেখানে বাংলাদেশ সোতোকান কারাতে ডু কিউকাই’র ২য় কোচেস কারাতে সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কারাতে খেলোয়ার ও প্রশিক্ষকরা অংশ নেন। পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের এ কোচেস গ্রেডিং সনদ প্রদান করা হয়।
বিগত দিনে মাহাবুব রহমান মোহন বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর চিলড্রেন ক্লাবের প্রশিক্ষক ছিলেন। মার্শাল শিখলে নিজের জীবন সেফ রাখা যায় । শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরত্ব রাখা সম্ভব । এছাড়া ধূমপান থেকে বিরত রাখা সম্ভব । পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর শরীর চর্চা। ও আত্মরক্ষার কলা কৌশল শিক্ষা প্রয়োজন ।
উল্লেখ্য, ১৯৭৭ সালে মাহবুবুর রহমান মোহন প্রথম মার্শাল শুরু করেন । ৯০ সালের আগ পর্যন্ত তিনি খেলোয়ার ছিলেন । ১৯৯০ সাল থেকে অদ্যাবধি করাতে কোচ ও রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার হাতে কয়েক হাজার শিক্ষার্থ কারাতের দীক্ষা নিয়েছেন ।
এনআই