বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণায় জানানো হয়েছে, একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই আগাম প্রচার–উপকরণ সরিয়ে ফেলতে কঠোর নির্দেশনা দিয়েছে নাসির উদ্দিন কমিশন।
গতকাল (১০ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
চিঠিতে উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াললেখা, বিলবোর্ড, তোরণ, গেট, প্যান্ডেল বা আলোকসজ্জা—যে ধরনের প্রচারসামগ্রীই থাকুক না কেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে হবে।
ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রচারসামগ্রী না সরালে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইসির ঘোষণা অনুযায়ী তফসিল প্রকাশিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়। নির্দেশনা অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যেই আগাম প্রচারসামগ্রী তুলে ফেলতে হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সময়সীমা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
আরডি