এইমাত্র
  • ৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
  • গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
  • গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি
  • নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
  • তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত
  • পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
  • রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  • শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
  • তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী
  • তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

    তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে সরকারের সদিচ্ছা থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষতার আঙ্গিকে ভোটের আয়োজনে ঘাটতি রয়েছে বলে মনে করছেন তিনি।

    বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনী তফসিল ঘোষণার পর এ মন্তব্য করেন তিনি।

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান ইসি অনেক জায়গায় সদিচ্ছা প্রকাশ করলেও তাদের প্রতি আস্থা শতভাগ নেই। কারণ তাদের গঠনতন্ত্রে ত্রুটি ছিল। সরকারকে আওয়ামী মুক্ত করতে হবে। অন্যথায় নির্বাচন প্রক্রিয়ায়ও তারা প্রভাব রাখতে পারে।

    তিনি আরও বলেন, নির্বাচন আচরণবিধিতে যা বলা হয়েছে, আমরা সেগুলো মেনে চলতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি। অন্যদল না মানলে সেখানে বৈষম্যের সৃষ্টি হবে।

    ভোটের মতোই গণভোট নিয়ে যে সন্দিহান আবহ, সেটিও কাটিয়ে উঠবে সরকার বলে মনে করেন এনসিপির এ নেতা।

    প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

    এদিকে, তফশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ৷

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…