এইমাত্র
  • ৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
  • গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
  • গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি
  • নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
  • তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত
  • পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
  • রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  • শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
  • তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী
  • তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

    তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

    আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিরোধীরা দাবি করেছেন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুক্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তারা।

    গত ২৯ অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগের পাশাপাশি সমালোচকদের হত্যা ও অপহরণের অভিযোগ উঠেছে। দেশজুড়ে নির্বাচনী সহিংসতায় ভয়াবহ দাঙার সৃষ্টি হয়।

    দেশটির বিরোধী দল চাদেমার উপ-চেয়ারম্যান জন হেচে সাংবাদিকদের বলেছেন, মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন। তিনি বলেছেন, এসব সহিংসতায় ‌‌রাষ্ট্রের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রমাণিত এবং এটিকে ‘‘মানবতাবিরোধী অপরাধ’’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

    এর আগে, তানজানিয়ার এই বিরোধী দল নির্বাচনী সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছিল। যদিও দেশটির সরকার নির্বাচনী সহিংসতার ঘটনায় হতাহতের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে হেচে বলেছেন, এই অপরাধ পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, সহিংসতার কারণে লোকজনের দেশত্যাগের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বেসামরিক নাগরিকদের অপহরণ ও জোরপূর্বক গুমের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন হেচে।

    নির্বাচনী সহিংসতার সময় নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য ধর্ষণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও নির্বিচার আটকের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছে দেশটির বিরোধীদল চাদেমা। নিহতদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে দলটি।

    নির্বাচনের দীর্ঘদিন পরও সরকার বিরোধীদের কঠোর হাতে দমন করছে বলে অভিযোগ করেছে চাদেমা। চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। ওই সময় দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

    গত সপ্তাহে প্রেসিডেন্ট হাসান এসব হত্যাকাণ্ডের ঘটনাকে সঠিক হিসেবে দাবি করে বলেন, সরকার উৎখাতের প্রচেষ্টা ঠেকাতে এমন পদক্ষেপ প্রয়োজন ছিল। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে। সহিংসতার ঘটনায় তিনি একটি তদন্ত কমিশন গঠন করেছেন। তবে বিরোধীদের দাবি, কমিশনে কেবল সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরাই রয়েছেন। তারা স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

    সূত্র: এএফপি


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…